আলোকচিত্রী সাঈদা খানমের মৃত্যুতে বশেফমুবিপ্রবি উপাচার্যের শোক
প্রকাশিতঃ 8:19 pm | August 18, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের প্রথম নারী ও একুশেপদকপ্রাপ্ত আলোকচিত্রী সাইদা খানমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
একই সঙ্গে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) এক শোকবার্তায় উপাচার্য বলেন, নিজ কর্ম দিয়ে দেশের মানুষের কাছে পথিকৃৎ হয়ে থাকবেন আলোকচিত্রী সাঈদা খানম। বাংলার নারী সমাজের কাছে তিনি অনুকরণীয় হয়ে থাকবেন।
সোমবার (১৭ আগস্ট) দিনগত রাতে রাজধানীর বনানীর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাইদা খানম।
১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর তিনি পাবনায় জন্ম গ্রহণ করেন সাইদা খানম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।
বেগম পত্রিকার মাধ্যমে সাইদা খানম আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তাঁর ছবি ছাপা হয় অবজারভার, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়।
লোকচিত্রী হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন তিনি। সত্যজিতের একাধিক ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেছেন এই পথিকৃত আলোকচিত্রী।
কালের আলো/এসবি/এমআরকে