র্যাব-৯ এর অভিযানে পেশাদার নারী মাদক ব্যবসায়ীসহ আটক ৩
প্রকাশিতঃ 9:04 pm | August 21, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর পৃথক অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ীসহ ৩ জন আটক হয়েছেন। আটককৃতদের মাঝে নারী মাদক ব্যবসায়ীও রয়েছে।
র্যাব-৯ জানায়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন বাইপাস সংলগ্ন এলাকা থেকে ২০১ পিস ইয়াবাসহ মোসাঃ শিউলি আক্তার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৯।
বৃহস্পতিবার(২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্পের) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদকসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করে।
অন্যদিকে শুক্রবার(২১ আগষ্ট) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার সিনি.এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্বে একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মুসলিমবাগ থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আব্দুস সালামকে গ্রেফতার করে।
র্যাব জানায়, আটক ডাকাতের নামে শ্রীমঙ্গল থানায় পেনাল কোড রুজু আছে। দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভূক্ত ডাকাতকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ইয়াবাসহ পেশাদার এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার(২০ আগস্ট) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর সিনিঃ এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং এএসপি কামরুজ্জামান এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএমপির জালালাবাদ থানাধীন টুকের বাজার থেকে ৫৬২ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহমেদকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
কালের আলো/এসআর/এমএইচএ