মৌলভীবাজারে ভারতীয় পাতার বিড়িসহ চোরাকারবারি আটক

প্রকাশিতঃ 9:15 pm | August 21, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মৌলভীবাজারে ভারতীয় পাতার বিড়িসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)।

বৃহস্পতিবার(২০ আগস্ট) সিপিসি-২ এর এএসপি মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন পালজোয়ান এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারি মোঃ বশির মিয়াকে আটক করে।

এ সময় তার হেফাজত থেকে ৩৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার ও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে সিলেট জেলার বিশ্বনাথ থানা এলাকায় র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার(২০ আগস্ট) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯, সিপিসি-১ কোম্পানী (সিলেট ক্যাম্প) এর সিনিঃ এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এবং মো. আমিরুল ইসলাম (সহকারী পরিচালক,জাতীয় ভোক্তা অধি. সং. অধি. সিলেট ) এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে

অভিযানে অলি ভেরাইটিজ ষ্টোরকে ৮ হাজার টাকা, আল মদিনা ফার্মেসীকে ১৫ হাজার টাকা, জননী ফার্মেসীকে ১৫ হাজার টাকা এবং তায়েফ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালের আলো/এসবি/এমএএইচএ