ঢেকে দেওয়া হয়েছে পটুয়াখালীতে বের হওয়া সাবমেরিন লাইন
প্রকাশিতঃ 12:09 am | August 22, 2020
কালের আলো সংবাদদাতা:
তীব্র জোয়ারে পটুয়াখালীর কুয়াকাটায় মাটির গভীর থেকে বেরিয়ে পড়া দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের সংযোগ কেব্ল লাইন প্রাথমিকভাবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুরে আস্বাভাবিক জোয়ারের কারণে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের কাছে বালু ক্ষয়ে এই কেব্ল লাইনের পাইপ বেরিয়ে আসে।
সংশ্লিষ্টদের আশঙ্কা, যে কোনো অসাবধানতায় কেব্লটি ক্ষতিগ্রস্ত হলে বন্ধ হয়ে যেতে পারে ল্যান্ডিং স্টেশনের সব ধরনের কার্যক্রম।
শুক্রবার(২১ আগস্ট) শেষ বিকেলে বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুপুর থেকে শ্রমিকরা কাজ শুরু করে। পাইপের নিচে জিও ব্যাগে বালু ভরে তার ওপরে বালুমিশ্রিত সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই সংস্কারকাজ করা হয়েছে। এতে ইন্টারনেটের গতি কমার কোনো শঙ্কা নেই।
তবে এ সময় তরিকুল ইসলাম আরো জানান, জিরো পয়েন্টে একটি টেকসই ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। কারণ, এখানে কেব্ল লাইনে সমস্যা হলে বাংলাদেশসহ অনেক দেশ ইন্টারনেটের সমস্যায় পড়বে।
কালের আলো/এসবি/এমএম