করোনায় এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদকের মৃত্যু

প্রকাশিতঃ 2:27 pm | August 23, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

করোনা ভাইরাসসহ অন্যান্য বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ মারা গেছেন।

রোববার (২৩ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে এনটিভি পরিবারের পক্ষ থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আব্দুস শহীদ বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

আব্দুস শহীদ ‘দৈনিক দিনকালের’ চিফ রিপোর্টারের দায়িত্বে ছিলেন। পরে তিনি এনটিভিতে শুরু থেকে যোগ দেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

কালের আলো/কেএস/এমএম