টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিতঃ 8:45 am | August 24, 2020

কালের আলো সংবাদদাতাঃ

টেকনাফের হোয়াইক্যং চেকপোষ্ট থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবি জানায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল হোয়াইক্যং চেকপোষ্টে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল।

এ সময় হ্নীলা হতে পালংখালীগামী একটি সিএনজি চেকপোষ্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে সিএনজিটি তল্লাশীকালীন সিএনজি’র চালক ও সিএনজিতে থাকা একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করা হয়।

তল্লাশীর এক পর্যায়ে সিএনজি চালকের সীটের নিচ হতে ৬০ লাখ টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়াও ইয়াবা বহনের দায়ে রিদুয়ান ও রবি আলমকে আটক করা হয়।

প্রসঙ্গত, আটককৃত আসামীদের নিকট হতে ১০ দশ হাজার টাকা মুল্যমানের ২ টি মোবাইল ফোন, বাংলাদেশী নগদ ৩ তিন হাজার পাঁচশত পঞ্চাশ টাকা ও ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ১টি সিএনজি জব্দ করা হয়।

আটককৃত আসামীদের জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন, নগদ টাকা ও সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এসবি/এমএম