সেক্টর কমান্ডার সি আর দত্ত এর মৃত্যুতে বশেফমুবিপ্রবি ভিসির শোক

প্রকাশিতঃ 7:56 pm | August 25, 2020

বশেফমুবিপ্রবি সংবাদদাতা, কালের আলো:

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

একই সঙ্গে তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক শোক বার্তায় উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধে মেজর জেনারেল (অব.) সি আর দত্তের ভূমিকা অবিস্মরণীয়। জাতি তার অবদান চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সি আর দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি।

কালের আলো/এসআর/এমএইচএ