চুক্তির শর্ত মোতাবেক মেসি এখন বার্সা ছাড়তে পারবে না’
প্রকাশিতঃ 5:01 pm | August 26, 2020
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ইউরোপিয়ান ফুটবলে এখন হট টপিক হলো আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবর। মঙ্গলবার নিজের ক্যারিয়ারের একমাত্র ক্লাব বার্সেলোনা ছেড়ে নতুন কোথাও যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মেসি। এক ফ্যাক্সবার্তার মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছেন মেসি, এমনটা নিশ্চিত করেছে বার্সেলোনাও।
ক্লাবের সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২০-২১ মৌসুম পর্যন্ত। এরপর তিনি চাইলে যেকোনো দলে যোগ দিতে পারবেন। তবে ২০১৯-২০ মৌসুম শুরুর আগে করা এই চুক্তিতে একটি শর্ত ছিল যে, প্রতি মৌসুম শেষে মেসি চাইলে ফ্রি ট্রান্সফারে অন্য কোনো দলে যোগ দিতে পারবেন। এই শর্তের কথা উল্লেখ করে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন মেসি।
তবে বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্টের মতে, চুক্তির শর্তেই কারণেই এখন ক্লাব ছেড়ে যেতে পারবেন না মেসি। কেননা চুক্তিপত্রে উল্লেখ করা আছে, প্রতি বছরের মে মাসের মধ্যে মেসি চাইলে ফ্রি ট্রান্সফারে অন্য কোনো দলে যোগ দিতে পারবেন।
কিন্তু এখন চলছে আগস্ট মাস, কিছুদিন পরই শুরু হয়ে যাবে সেপ্টেম্বর। ফলে চুক্তির এই শর্তটি এখন আর কার্যকর হবে না। এর পেছনে অবশ্য বড় দায় করোনাভাইরাসের। কেননা প্রতি বছর জুন মাসের মধ্যেই শেষ হয়ে যায় ফুটবল মৌসুম। এবার করোনার কারণে সেটি শেষ হলো আগস্টে। আর তাই আগস্টেই ফ্রি ট্রান্সফার শর্তের কথা উল্লেখ করেছেন মেসি।
তিনি এখন ক্লাব ছাড়তে পারবেন না জানিয়ে গাসপার্ট বলেছেন, ‘মেসি এখন কোথাও যেতে পারবে না। তাকে ২০২১ সালে যেতে হবে। আমি তার চুক্তিপত্র দেখেছি এবং এতে সব পরিষ্কারভাবে দেয়া আছে। ফ্রি ট্রান্সফারের শর্তটা জুনেই শেষ হয়ে গেছে এবং এখন কোথাও যেতে পারবে না।’
২০০০ থেকে ২০০৩ পর্যন্ত বার্সেলোনার প্রেসিডেন্ট থাকা গাসপার্ট আরও যোগ করেন, ‘আমি বরং বলবো সে আগামী বছরই ফ্রিতে যাক। এ বছর যেতে চাইলে ৭০০ মিলিয়ন ইউরোর কমে সম্ভব নয়। এখানে ক্লাবের হাতে অধিক ক্ষমতা, খেলোয়াড়ের হাতে নয়। ক্লাব কিন্তু খেলোয়াড়দের অর্থ দিচ্ছে। যদিও এটা শুধু টাকার বিষয় নয়। এখানে লিখিত চুক্তিতে সব বলা আছে।’
তবে তিনি চান না বার্সেলোনা ছেড়ে যাক মেসি, ‘আমি জানি না কেনো সে বার্সেলোনা ছাড়তে চায়। আমরা সবাই তাকে ক্লাবে দেখতে চাই। সে নিজে কি থাকতে চায় না? কী চলছে আসলে? মেসিকে সবাই অনেক ভালোবাসে এবং আমি আশা করবো সে বার্সেলোনায় আরও এক বছর উপভোগ করবে।’
কালের আলো/এসবি/এমএ