দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৩৬
প্রকাশিতঃ 5:28 pm | August 27, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৪৩৬ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ চার হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ২৭৫ জন। এ নিয়ে দেশে মোট এক লাখ ৯৩ হাজার ৪৫৮ জন করোনা থেকে সুস্থ হলো।
বৃহস্পতিবার(২৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯২টি ল্যাবে ১৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৫০১টি।
২৪ ঘণ্টায় নতুন ৪৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১১। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে তিন হাজার ২৪২ জন ও নারী ৮৮৫ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন ও ষাটোর্ধ্ব ২৫ জন রয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে একজন ও রংপুর বিভাগে ছয়জন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৪২ জন ও বাড়িতে তিনজন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
কালের আলো/বিএমকে/এআরএস