করোনা থেকে সুস্থ এক কোটি ৮১ লাখের বেশি মানুষ
প্রকাশিতঃ 8:20 am | September 02, 2020
ডেস্ক রিপোর্ট, কালের আলো:
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ বুধবার(০২ সেপ্টেম্বর) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে দুই কোটি ৫৩ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৮ লাখ ৪৬ হাজার ১২৬ জন চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৫৫৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে প্রায় এক কোটি ৮১ লাখ ৯১ হাজার ১৪ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৪ লাখ ৯৬ হাজার ৯১৩ জন, ব্রাজিলে ৩১ লাখ ৫৯ হাজার ৯৬, ভারতে ২৮ লাখ ৯৯ হাজার ৫২১, রাশিয়ায় আট লাখ ১৫ হাজার ৭০৫, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৪৯ হাজার ৯৯৩, পেরুতে চার লাখ ৭১ হাজার ৫৯৯, কলোম্বিয়ায় চার লাখ ৫৯ হাজার ৫৫৭, মেক্সিকোতে চার লাখ ২১ হাজার ৩৭৩, চিলিতে তিন লাখ ৮৫ হাজার ৭৯০, ইরানে তিন লাখ ২৫ হাজার ১২৪, সৌদি আরবে দুই লাখ ৯১ হাজার ৫১৪, পাকিস্তানে দুই লাখ ৮০ হাজার ৯৭০, তুরস্কে দুই লাখ ৪৫ হাজার ৯২৯, জার্মানিতে দুই লাখ ২১ হাজার ৮০০, বাংলাদেশে দুই লাখ আট হাজার ১৭৭, ইতালিতে দুই লাখ সাত হাজার ৯৪৪, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৫ হাজার ৮৯৫, কানাডায় এক লাখ ১৪ হাজার ৬০৭, ফ্রান্সে ৮৬ হাজার ৭১২ জন, চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ২৩৪ জন এবং ওমানে ৮১ হাজার ২৪ সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৭৭ হাজার ৬৫৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬১ হাজার ৪৯১, সিঙ্গাপুরে ৫৫ হাজার ৭৪৯, সুইজারল্যান্ডে ৩৬ হাজার ৩০০, দক্ষিণ কোরিয়ায় ১৫ হাজার ৩৫৬, অস্ট্রেলিয়ায় ২১ হাজার ৫০৪ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৭৫ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে এ ভাইরাসে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত আট লাখ ৬১ হাজার ১৩৬ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কালের আলো/এসবি/এমএইচএ