ফাতির রেকর্ডের ম্যাচে স্পেনের দারুণ জয়
প্রকাশিতঃ 3:28 pm | September 07, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
উয়েফা নেশনস লিগে গোলের রেকর্ড গড়লেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। আর জোড়া গোল করে সার্জিও রামোস স্পেনকে দারুণ জয় এনে দিয়েছেন। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা তাই জিতেছে বড় ব্যবধানে। তারা ৪-০ গোলে হারিয়েছে ইউক্রেনকে।
গতকাল রোববার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে স্পেনকে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি। জার্মানির সঙ্গে আগের ম্যাচে ১-১ গোলে ড্র করলেও এদিন তারা খেলেছে দুর্দান্ত।
ম্যাচের তৃতীয় মিনিটে পেনাল্টি থেকে রামোসের করা গোলে এগিয়ে যায় স্পেন। ডি বক্সে ফাতিকে ফাউল করলে সেই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় তারা।
ম্যাচের ব্যবধান দ্বিগুণ করা গোলটিও করেন রামোস। ২৯ মিনিটে দানি ওলমোর ক্রসে রামোস হেডে গোল করেন।
সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নেশনস লিগে শুরুর একাদশে খেলতে নামা ফাতি ৩২ মিনিটে সার্জিও রেগিলনের ছোট পাস ধরে ডান পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান।
স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সে (১৭ বছর ৩১১ দিন) গোল করার রেকর্ড করেন ফাতি। এত দিন এই রেকর্ডটি ছিল হুয়ান এরাজকিনের। এই স্ট্রাইকার ১৮ বছর ৩৪৪ দিন বয়সে স্পেনের হয়ে গোল করেছিলেন।
তাই প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যায় স্পেন। ৮৪ মিনিটে ফেররান তরেস দলের ব্যবধান আরো বড় করেন। দলের পক্ষে চতুর্থ গোল করেন তিনি। ২০০৬ বিশ্বকাপে এই ব্যবধানেই স্পেনের কাছে হেরেছিল ইউক্রেন।
এক জয় এবং এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্পেন। প্রথম হারের স্বাদ পাওয়া ইউক্রেন ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় জার্মানি। সুইজারল্যান্ডের পয়েন্ট ১।
কালের আলো/এসবি/এমএইচএ