তেজগাঁও-এয়ারপোর্ট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
প্রকাশিতঃ 4:46 pm | August 01, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বুধবার তেজগাঁও ও বিমানবন্দর এলাকা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্কুল- কলেজের শিক্ষার্থীরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন জানান, বিক্ষোভের কারণে তেজগাঁও সাতরাস্তা এলাকার সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, গাজীপুর চৌরাস্তা থেকে আসা গাড়িগুলো এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে দেওয়ায় থেমে থেমে আসা গেলেও প্রায় দীর্ঘ সময় লাগছে এয়ারপোর্ট পর্যন্ত আসতে।
ছবি: সাখাওয়াত হোসেন রেজা
কালের আলো/এসআই