শান্ত’র দাবি ‘নোংরা রাজনীতি’ আজাদের স্ত্রী বললেন ‘মিথ্যাচার’

প্রকাশিতঃ 11:26 pm | August 03, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

পৈশাচিক ও বর্বর কায়দায় খুন হওয়া ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদুল আলম আজাদ ওরফে আজাদ শেখের হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ধর্মমন্ত্রীর ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ‘নির্দেশদাতা’ হিসেবে শান্ত’র দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার দিলু। একই রকম দাবি করেছেন আজাদের মা সুফিয়া খাতুনসহ স্বজনেরা।

বৃহস্পতিবার (০২ আগষ্ট) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে আজাদের স্ত্রী-স্বজনদের এমন অভিযোগের প্রেক্ষিতেই স্থানীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সেই সংবাদ সম্মেলনের হুবুহু বক্তব্য তুলে ধরে জনপ্রিয় গণমাধ্যম কালের আলো’র প্রিন্ট ও অনলাইন ভার্সনে ‘৭ দিন আগে ধর্মমন্ত্রীর ছেলের হুমকি অত:পর পৈশাচিক কায়দায় যুবলীগ নেতা আজাদকে হত্যা’ শিরোনামে খবর প্রকাশ করে। আর এর সূত্র ধরেই চরম ক্ষোভ প্রকাশ করেন জেলার রাজনীতিতে নানা কারণে আলোচিত এই নেতা। আজাদের স্ত্রীর ওই বক্তব্যের ভিডিও কালের আলো’র অনলাইনে আপলোড করা হয়।

এই হত্যাকান্ডে তাকে ‘নির্দেশদাতা’ হিসেবে জড়ানোর চেষ্টার পাশাপাশি নোংরা রাজনীতি ও ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন মহানগর আওয়ামী লীগের ‘প্রতাপশালী’ এই সাধারণ সম্পাদক।

লোমহর্ষক এই হত্যাকান্ডকে ঘিরে সংবাদ সম্মেলনে আজাদের স্ত্রী দিলরুবা আক্তার দিলু অভিযোগ করে বলেন, ‘এক সপ্তাহ আগে শান্ত হুমকি দিয়েছিলো আমার স্বামীর কলিজা কত বড়। কেন তাঁর সঙ্গে টক্কর দিয়েছে। তাঁর গ্রুপ ছেড়ে আজাদ মেয়রের গ্রুপে গেছে। এর বদলা সে নিবে।

আমার স্বামীকে পৈশাচিকভাবে খুনের পর শান্তকে খুনিরা কলিজা দিয়া আসছে। শান্ত এবং মন্তু বাবু’র মোবাইল ট্র্যাক করলেই সব জানা যাবে। আমি মোহিত উর রহমান শান্ত’র বিচার চাই। সব খুনিদের ফাঁসি চাই।’

আজাদের স্ত্রীর এই বক্তব্যের বিষয়ে মন্ত্রীর জ্যেষ্ঠ সন্তান মোহিত উর রহমান শান্ত দৈনিক কালের আলোকে মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন ‘ আমি যদি ফোনে আজাদকে এই ধরণের হুমকি দিয়ে থাকি তাহলে আজাদ ও আমার ফোন ট্র্যাক করলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। আমার রেজিষ্ট্রেশন করা নাম্বারগুলো যে কোন সংস্থা দিয়ে তদন্ত করলেই দেখা যাবে তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

তিনি আবারো বলেন, ‘আমার রেজিষ্ট্রেশনকৃত সকল নাম্বার আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ট্র্যাকে দিক। আমার সঙ্গে আজাদের কোন কথোপকথন হয়নি। সেটা প্রমাণিত হবে।’

আজাদের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মোহিত উর রহমান শান্ত বলেন, ‘প্রকাশ্যে আজাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পুলিশ প্রশাসন হত্যাকারীদের সনাক্ত করেছে। তাদের দ্রুত গ্রেফতার করলেই হত্যা রহস্য উন্মোচিত হবে। আমি দ্রুত তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর তা হলেই কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবে না।’

শান্ত কালের আলোকে ফোন করে পুনরায় বলেন, ‘আমার মতো দায়িত্বশীল কেউ কাউকে ফোন করে হুমকি দিলে সেই ফোন নাম্বার তো তাদের কাছে থাকার কথা। সেই ফোন নাম্বার প্রকাশ করার দাবি জানাচ্ছি।’

মোহিত উর রহমান শান্ত’র বক্তব্য ‘হাস্যকর’
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের বিষয়ে মোহিত উর রহমান শান্ত’র বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে খুন হওয়া আজাদ শেখের স্ত্রী দিলরুবা আক্তার দিলু কালের আলোকে বলেন, ‘মোহিত উর রহমান শান্ত নিজেই আমার স্বামীকে খুন করিয়েছেন। আবার এখন তিনিই বিচার দাবি করছেন। এটা রীতিমতো হাস্যকর। তিনি (শান্ত) রাজনীতিবীদ তো। আমার স্বামীকে হত্যা নিয়েও বড় রকমের রাজনীতি করছেন।’

অকাল বৈধব্যের শিকার এই নারী বলেন, ‘তিনি (শান্ত) মিথ্যাচার করছেন। কিলিং মিশনে অংশ নেওয়া খুনিরা এখনো ঢাকায় তার আন্ডারেই রয়েছে। আমাদের এলাকায় কোন কোন খুনি বোরকা পড়ে তার লোকজনের শেল্টারেই চলাফেরা করছে। তিনি যদি মোবাইল নাম্বার ট্র্যাকের দাবি করেন, আমি আবারো একই দাবি করছি। আমার স্বামী ও শান্ত’র মোবাইল নম্বর ট্র্যাক করা হোক। প্রকৃত রহস্য ঠিকই উদঘাটিত হবে।’

প্রয়াত মহানগর যুবলীগ সদস্য আজাদ শেখের স্ত্রী আরো কালের আলোকে আরো বলেন, ‘আমার সামনেই আজাদের সঙ্গে মোহিত উর রহমান শান্ত’র অনেক কথা হয়েছে। শান্ত ফোন করার পর মন্তু বাবু ফোন করে আজাদকে হুমকি দিয়েছে। নাম্বার ট্র্যাক করলেই সব বেরিয়ে আসবে।’

কালের আলো/এএ