বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ দুই কোটি ১৭ লাখের বেশি মানুষ

প্রকাশিতঃ 9:54 am | September 17, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটির বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭২ লাখ ৮৭ হাজার ৯১৯ চিকিৎসাধীন এবং ৬১ হাজার ২২১ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ১৭ লাখ ৯২ হাজার ৮৪৭ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৪১ লাখ ১৯ হাজার ১১১ জন, ভারতে ৪০ লাখ ২২ হাজার ৪৯, ব্রাজিলে ৩৭ লাখ ২০ হাজার ৩১২, রাশিয়ায় আট লাখ ৯০ হাজার ১১৪, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৮৪ হাজার ১৯৫ জন, পেরুতে পাঁচ লাখ ৮৭ হাজার ৭১৭, কলোম্বিয়ায় ছয় লাখ ১০ হাজার ৭৮, মেক্সিকোতে চার লাখ ৮১ হাজার ৬৮, চিলিতে চার লাখ ১১ হাজার ৮৫৩, ইরানে তিন লাখ ৫২ হাজার ১৯, সৌদি আরবে তিন লাখ ছয় হাজার চার, পাকিস্তানে দুই লাখ ৯০ হাজার ৭৬০, তুরস্কে দুই লাখ ৬২ হাজার ৬০২, জার্মানিতে দুই লাখ ৩৯ হাজার ১০০, বাংলাদেশে দুই লাখ ৪৭ হাজার ৯৬৯, ইতালিতে দুই লাখ ১৫ হাজার ২৬৫, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কাতারে এক লাখ ১৯ হাজার ৪০০, কানাডায় এক লাখ ২২ হাজার ৪৪৯, ফ্রান্সে ৯০ হাজার ৩৩৫ জন, ওমানে ৮৪ হাজার ৩৬৩ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৯৯ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮৭ হাজার ১৮৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭১ হাজার ৪৫৬, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৯৫৫, সুইজারল্যান্ডে ৩৯ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১৯ হাজার ৩১০, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৭২৬ ও মালয়েশিয়ায় ৯ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ৪৪ হাজার ৭০৭ জন রোগী মারা গেছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কালের আলো/এসকে/এমএইচএ