বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ দুই কোটি ২০ লাখের বেশি মানুষ
প্রকাশিতঃ 10:00 am | September 18, 2020
ডেস্ক রিপোর্ট, কালের আলো:
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ শুক্রবার(১৮ সেপ্টেম্বর) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি তিন লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৩ লাখ ৫৯ হাজার ৬৪২ চিকিৎসাধীন এবং ৬১ হাজার ১৬৩ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ২০ লাখ ২৯ হাজার ৬৪৮ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৪১ লাখ ৫৫ হাজার ৩৯ জন, ভারতে ৪১ লাখ ৯ হাজার ৮২৮, ব্রাজিলে ৩৭ লাখ ৫৩ হাজার ৮২, রাশিয়ায় আট লাখ ৯৫ হাজার ৮৬৮, কলোম্বিয়ায় ছয় লাখ ১৫ হাজার ৪৭৫, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৮৫ হাজার ৩০৩ জন, পেরুতে পাঁচ লাখ ৮৭ হাজার ৭১৭, মেক্সিকোতে চার লাখ ৮৮ হাজার ৪১৬, চিলিতে চার লাখ ১৩ হাজার ৯২৮, ইরানে তিন লাখ ৫৩ হাজার ৮৪৮, সৌদি আরবে তিন লাখ সাত হাজার ২০৭, পাকিস্তানে দুই লাখ ৯১ হাজার ১৬৯, তুরস্কে দুই লাখ ৬৩ হাজার ৭৪৫, জার্মানিতে দুই লাখ ৪১ হাজার ৩০০, বাংলাদেশে দুই লাখ ৫০ হাজার ৪১২, ইতালিতে দুই লাখ ১৫ হাজার ৯৫৪, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কানাডায় এক লাখ ২৩ হাজার ১০৯, কাতারে এক লাখ ১৯ হাজার ৬১৩, ফ্রান্সে ৯০ হাজার ৮৪০ জন, ওমানে ৮৪ হাজার ৬৪৮ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪৫৬ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া কুয়েতে ৮৭ হাজার ৯১১ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭২ হাজার ১১৭, সিঙ্গাপুরে ৫৭ হাজার ৩৯, সুইজারল্যান্ডে ৩৯ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১৯ হাজার ৭৭১, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৭৯২ ও মালয়েশিয়ায় ৯ হাজার ২৫০ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ৫০ হাজার ৩৯১ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কালের আলো/এসবি/এমআরএস