বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ দুই কোটি ২৫ লাখের বেশি মানুষ
প্রকাশিতঃ 9:57 am | September 20, 2020
ডেস্ক রিপোর্ট, কালের আলো:
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে সারা বিশ্বে আজ রোববার(২০ সেপ্টেম্বর) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে তিন কোটি ৯ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৪ লাখ ৩৮ হাজার ২৯৬ চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৩৯২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৮০ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে ভারতে সেরে উঠেছে ৪২ লাখ ৯৯ হাজার ৭২৪, যুক্তরাষ্ট্রে ৪২ লাখ ২৩ হাজার ৬৯৩ জন, ব্রাজিলে ৩৮ লাখ ২০ হাজার ৯৫, রাশিয়ায় ৯ লাখ ছয় হাজার ৪৬২, কলোম্বিয়ায় ছয় লাখ ২৭ হাজার ৬৮৫, পেরুতে ছয় লাখ সাত হাজার ৮৩৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৮৯ হাজার ৪৩৪ জন, মেক্সিকোতে চার লাখ ৯৬ হাজার ২২৪, চিলিতে চার লাখ ১৮ হাজার ১০১, ইরানে তিন লাখ ৫৭ হাজার ৬৩২, সৌদি আরবে তিন লাখ ৯ হাজার ৪৩০, পাকিস্তানে দুই লাখ ৯২ হাজার ৪৪, তুরস্কে দুই লাখ ৬৬ হাজার ১১৭, বাংলাদেশে দুই লাখ ৫৪ হাজার ৩৮৬, জার্মানিতে দুই লাখ ৪৩ হাজার ৫০০, ইতালিতে দুই লাখ ১৭ হাজার ৭১৬, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, কানাডায় এক লাখ ২৪ হাজার ১৮৭, কাতারে এক লাখ ২০ হাজার ৮৯, ফ্রান্সে ৯১ হাজার ৫৭৪ জন, ওমানে ৮৪ হাজার ৬৪৮ এবং কুয়েতে ৮৯ হাজার ৪৯৮ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৪৭৭ জন কুয়েতে ৮৯ হাজার ৪৯৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ৭৩ হাজার ৫১২, সিঙ্গাপুরে ৫৭ হাজার ১৪২, সুইজারল্যান্ডে ৪০ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ২০ হাজার ১৫৮, অস্ট্রেলিয়ায় ২৩ হাজার ৯৬৭ ও মালয়েশিয়ায় ৯ হাজার ৩১৫ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চল এবং দুটি আন্তর্জাতিক প্রমোদতরীতে ছড়িয়েছে। করোনাভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৯ লাখ ৬১ হাজার ৩৭৩ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কালের আলো/এসবি/এমএইচএ