করোনায় দেশে আরও ২৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৮৮
প্রকাশিতঃ 5:10 pm | September 29, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৪৮৮ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট তিন লাখ ৬২ হাজার ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬২৫ জন। এ নিয়ে দেশে মোট দুই লাখ ৭৩ হাজার ৬৯৮ জন করোনা থেকে সুস্থ হলো।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৬টি ল্যাবে ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৭৬৯টি।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২১ জন ও নারী পাঁচজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে চার হাজার ৩৯ জন ও নারী এক হাজার ১৮০ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন ও ষাটোর্ধ্ব ১৭ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে দুইজন ও সিলেট বিভাগে দুইজন রয়েছেন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৫ জন ও বাড়িতে একজন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৩৪ হাজার ২৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
কালের আলো/আরবি/এমএম