স্বাস্থ্যসেবার হাল দেখতে প্রথমবারের মতো তৃণমূলে স্বাস্থ্যের ডিজি

প্রকাশিতঃ 10:29 am | October 01, 2020

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

তৃণমূলে স্বাস্থ্যসেবার বেহাল অবস্থা নিয়ে কথাবার্তা চলমান যুগ যুগ ধরেই। জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এ বেহাল দশা কাটছেই না। জনবল সঙ্কটই সুচিকিৎসা নিশ্চিতে হয়ে দাঁড়িয়েছে প্রধান অন্তরায়।

আরও পড়ুন: স্বাস্থ্যের ডিজির দু:খ প্রকাশ; গণমাধ্যমের প্রতি ইতিবাচক মনোভাবেরই বহি:প্রকাশ

তৃণমূলে চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র এবার নিজের চোখে দেখে এসেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। দীর্ঘদিনের বিরাজমান সমস্যা চিহ্নিত করেছেন।

সমাধান খোঁজে সরকারের উদ্যোগ বাস্তবায়নে নজর দিয়েছেন। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উজ্জীবিত করে নতুন প্রাণ সঞ্চার করতে চান তৃণমূলের স্বাস্থ্যসেবায়। অব্যবস্থাপনায় বেহাল স্বাস্থ্যখাতকে ঘুরে দাঁড় করাতে চান নতুন ডিজি। খবর সংশ্লিষ্ট সূত্রের।

আরও পড়ুন: ভগ্ন স্বাস্থ্যখাতকে টেনে তোলছেন, চ্যালেঞ্জ নিয়েই এগোচ্ছেন স্বাস্থ্যের ডিজি খুরশীদ

সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পান ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। স্বাস্থ্যখাতে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ওপরই আস্থা রাখেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের ৬ দিনের মাথায় বুধবার (২৯ জুলাই) কোভিড চিকিৎসার জন্য বিশেষায়িত কুর্মিটোলা হাসপাতালে ঝটিকা পরিদর্শনে গিয়েছিলেন অধিদপ্তরের এ নতুন ডিজি। গিয়ে দাঁড়ান করোনা রোগীদের পাশে।

আরও পড়ুনঃ জনবল সঙ্কট চরমে, সঙ্কট নিরসনেও সমাধানের পথ!

বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগী ও চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। স্বাস্থ্যের সবচেয়ে বড় কর্মকর্তাকে পাশে পেয়ে বাড়তি মানসিক শক্তি পান রোগীরা। এই হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় নিজের সন্তোষ প্রকাশ করে অন্যদেরও এ ব্যবস্থাপনা অনুসরণের পরামর্শ দিয়েছিলেন।

পরদিন বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিদর্শন করেছিলেন করোনা চিকিৎসায় নিয়োজিত হলি ফ্যামিলি হাসপাতাল। ‘ভালো মানুষ’ হিসেবে পরিচিত স্বাস্থ্যের ডিজি রাজধানীর পাশাপাশি তৃণমূলের স্বাস্থ্যসেবার দিকেও নজর দিয়েছেন।

সম্ভবত তিনিই প্রথম মহাপরিচালক (ডিজি) যিনি শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ছেড়ে ছুটেছেন রাজধানীর হাসপাতাল থেকে শুরু করে একেবারে তৃণমূলে। কাঙ্খিত চিকিৎসা সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁর প্রধান ব্রত। এ অসাধ্য সাধনের টার্গেটের নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁর ওপর প্রগাঢ় আস্থা ও বিশ্বাস।

নিজের দায়িত্ব পালনে সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে চান ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। একই সঙ্গে গত ১০ বছরে এ অঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন ও অগ্রগতির পালে নতুন করে ‘হাওয়া’ লাগাতে চান।

টানা তিনদিন কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবানসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের বাস্তব চিত্র ঘুরে দেখেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান ডিজি।

কথা বলেছেন হাসপাতাল পরিচালক, স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন ও চিকিৎসকদের সঙ্গে। এসবের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে চার পর্বের ধারাবাহিক প্রতিবেদন। পর্যায়ক্রমে কালের আলোতে প্রকাশিত হবে এসব প্রতিবেদন।

কালের আলো/এসএকে/এমএএএমকে