কাঙ্গালী ভোজের খাবার সিভিল সার্জন দিয়ে পরীক্ষা করানোর নির্দেশ পুলিশ প্রধানের

প্রকাশিতঃ 9:16 pm | August 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কাঙ্গালী ভোজের খাবার সিভিল সার্জন দিয়ে পরীক্ষা করে নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

দেশের সব জেলার পুলিশ সুপারকে (এসপি) এজন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে তিনি বলেছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে অনেক সামাজিক অনুষ্ঠান ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠান যেন নির্বিঘœ ও সুষ্ঠভাবে সম্পন্ন হয় এজন্য জেলা পুলিশ সুপারদেরকে (এসপি) নজরদারি করতে হবে।

শনিবার (১১ আগষ্ট) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন এবং ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সভায় বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে চেকপোষ্ট, ব্লক রেইডসহ সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১৫ আগস্ট’র আগে ও পরে নিজ নিজ ক্ষেত্রে পুলিশ সুপাররা (এসপি) সকল হোটেল ও বোডিং তল্লাশি করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন।
ট্যুরিস্ট অঞ্চল বা স্থানগুলোতে নিরাপত্তা জোরদার, হোটেল এবং বোডিং গুলোতে চেকিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব ইউনিটের ট্যুরিস্ট পুলিশকে কঠোর নির্দেশ প্রদান করা হয়।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশন) সাঈদ তারিকুল হাসান ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন এবং ঈদুল আজহাকে সামনে রেখে পশু পরিবহন ও কোরবানীর পশুর হাটের নিরাপত্তা, মহাসড়ক, নৌপথ, রেলপথের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা, ঈদ জামাতস্থলের নিরাপত্তা, বিনোদন কেন্দ্রের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। প্রতিটি ইউনিট নিরপত্তা পরিকল্পনা গ্রহণ করবে এবং পুলিশ হেডকোয়াটার্সকে জানাবে।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস) মো: মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি (এফএন্ডডি) মো: মইনুর রহমান চৌধুরী, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়া, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম, এপিবিএন পুলিশের অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, এটিইউ এর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম, শিল্পাঞ্চল পুলিশের ডিজি আবদুস সালাম, সকল পুলিশ কমিশনার, রেঞ্জ, হাইওয়ে, রেলওয়ে, নৌ ও ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য ইউনিটের ডিআইজি, সংশ্লিষ্ট পুলিশ হেডকোয়াটার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঈদে সর্বোচ্চ নিরাপত্তা ও অপপ্রচার রোধে সতর্ক থাকার নির্দেশ আইজিপি’র

কালের আলো/ওএইচ/এএ