মহাসড়কে আগের তুলনায় শৃঙ্খলা ফিরে এসেছে : আইজিপি
প্রকাশিতঃ 11:27 pm | August 16, 2018
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো :
১০ দিনের ট্রাফিক সপ্তাহের কার্যক্রমের ফলে দেশের প্রতিটি মহাসড়কে আগের তুলনায় অনেকাংশেই শৃঙ্খলা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম) বার।
তিনি বলেন, বিভিন্ন পরিবহন তথা গাড়ির চালক ও জনগণের মাঝে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেসসহ অন্যান্য কাগজপত্র সম্পর্কে সচেতনতা বেড়েছে। এই ট্রাফিক সপ্তাহের কার্যক্রমে আপামর জনসাধারণের মনে রোড সেফটি সম্পর্কে একটি ধারণা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ আগষ্ট) দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে ঈদ-উল-আযহা উপলক্ষে সড়ক ও মহাসড়কে নিরাপদ যানবাহন চলাচলের নিমিত্তে অনুষ্ঠিত আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ঢাকা মেট্টোপলিটনের (ডিএমপি) কমিশনার মো: আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত পরিবহন মালিক ও শ্রমিক নেতারা বাংলাদেশ পুলিশের গৃহীত পদক্ষেপের সঙ্গে একমত পোষণ করেন। এবং পারস্পারিক সহযোগিতার মাধ্যমে পরিবহন সেক্টরের সমস্যাসমূহ সমাধানে সম্ভব হবে এমন আশার কথা জানান।
সভায় বাংলাদেশ পুলিশের উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন ব্যবস্থা গ্রহীত হয়। এসব হচ্ছে- টার্মিনালে প্রবেশ ও বাহির পথসমূহ যানজটমুক্ত রাখার লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে, সড়ক ও মহাসড়কে পুলিশ সদস্য মোতায়েন থাকবে, টার্মিনাল হতে বাস ছাড়ার আগে পরিবহন মালিক-শ্রমিক সংঘঠনের সহায়তায় ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ীর ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা করা হবে, গাড়ীর গতি পর্যবেক্ষণ রাখা হবে, মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে, বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
সভায় ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত পদক্ষেপগুলো হচ্ছে- ফিটনেস/রুট পারমিট বিহীন গাড়ি রাস্তায় বের না করা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, প্রশিক্ষিত ও দক্ষ চালক নিয়োগ করা এবং দীর্ঘ পথে অতিরিক্ত চালক নিয়োগ করা, হালকা ড্রাইভিং লাইসেন্সে ভারি গাড়ি না চালানো, নির্ধারিত যানবাহনের জন্য নির্ধারিত ড্রাইভার নিয়োগ করা, গাড়ির ছাদে বা ট্রাকে যাত্রী না উঠানো, বেপরোয়া/প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধ করা, হেল্পার/অপ্রাপ্ত বয়স্ক চালক দিয়ে গাড়ি না চালানো, ট্রাফিক আইন মেনে চলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করা, নির্ধারিত স্টেশন ব্যতিত গাড়ি না থামানো, যত্রতত্র যাত্রী উঠানো-নামানো বন্ধ করা, যাত্রীদের সাথে অশোভন ব্যবহার না করা, ড্রাইভারদের অতিরিক্ত সময় গাড়ি না চালানো এবং নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করা।
আরো পড়ুন: শিক্ষার্থীদের আইজিপি ‘বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে’
কালের আলো/এসসি/এএ