আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক: স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদাবাজি ও কালোবাজারির ঘটনা নিয়ন্ত্রণে: আইজিপি

প্রকাশিতঃ 6:57 pm | August 20, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল। অন্যদিকে, ঈদকে ঘিরে চাঁদাবাজি ও কালোবাজারির ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (বিপিএম) বার।

সোমবার (২০ আগষ্ট) দুপুরে রাজধানীর গাবতলী বাসটার্মিনাল ও পশুর হাট পরির্দশন শেষে তাঁরা এসব কথা বলেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি গাবতলী বাসটার্মিনাল ও পশুর হাট পরির্দশনকালে স্থানীয় যাত্রী সাধারণ, বাস চালক, পশু বিক্রেতা, ক্রেতা এবং হাট ইজারাদারদের সাথে কথা বলেন। এবারের নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান পার্টির তৎপরতার খবর পাওয়া যায়নি বলে জানান।

তাঁরা জানান, হাটে পশুসহ ক্রেতা-বিক্রেতা নিরাপদে কেনাবেচা করতে পারছেন। পশুর হাটে জাল টাকার প্রচলন রোধে পুলিশ তৎপর রয়েছে। হাটে জাল নোট সনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশের কোথাও কোন অপ্রিয় ঘটনা ঘটেনি। দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

পুলিশ প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, ঈদকে সামনে রেখে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজি এবং কালোবাজারির ঘটনা নিয়ন্ত্রনে আছে।

তিনি বলেন, ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের জন্য সড়ক, রেল ও নৌ পথে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

কালের আলো/এএ