হাজী সেলিমের স্ত্রী গুলশান আরার মৃত্যু

প্রকাশিতঃ 8:29 pm | November 30, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপতালে তার মৃত্যু হয়। হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৷

২০১৬ সাল থেকে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন গুলশান আরা বেগম৷ মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর।

তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। গত আগস্ট থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন গুলশান আরা৷

সোমবার (৩০ নভেম্বর) বাদ আসর চকবাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

কালের আলো/এসকে/এমএম