ভবিষ্যতে সংক্রমণ রোধে করোনার উৎস জানতে হবে: ডব্লিউএইচও

প্রকাশিতঃ 12:55 pm | December 01, 2020

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ভবিষ্যতে সংক্রমণ থেকে বাঁচতে হলে করোনাভাইরাসের উৎস জানতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ বিষয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

এই টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বলেন, যদি বিশ্বের একজন মাত্র করোনা আক্রান্ত হন, তবে সারা বিশ্বে তা মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। তাই একজনও যদি নিরাপদ না হন, তাহলে বিশ্বের কেউ নিরাপদ নন।

ঘেব্রেয়েসুস বলেন, রবিবার প্রথম করোনা সংক্রমণ কমার দিকে। তবে তাতে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। করোনার উৎস খুঁজে বের করে তাকে সমূলে ধ্বংস করতে হবে। যাতে ভবিষ্যতে আর এই মহামারি ফিরে না আসে। করোনার উৎস সন্ধান চীনের উহান থেকে শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৩৫ লাখ ৮৪ হাজার ৭৮৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৭৩ হাজার ৭৪১ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৯৭ জন।

কালের আলো/এবিএএ