ভ্যানচালক স্কুলছাত্রী শম্পার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 2:57 pm | December 03, 2020
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জামালপুরের স্কুলছাত্রী ভ্যানচালক শম্পার পরিবারের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শম্পার বাবা শরিফুল ইসলামের চিকিৎসার খরচ বহন, নতুন ঘর নির্মাণ, শম্পার লেখাপড়ার খরচ ও তাদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার(০২ নভেম্বর) শুরু হয়েছে শম্পার পরিবারের জন্য প্রধানমন্ত্রী দেওয়া ঘর নির্মাণের কাজ। নির্মাণ কাজ উদ্বোধনের পর উন্নত চিকিৎসার জন্য শরিফুল ইসলামকে রাজধানী ঢাকায় পাঠানো হয়।
জেলা প্রশাসক মো. এনামুল হক এই ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিনসহ গণ্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন ঘর নির্মাণ শুরুর পর উন্নত চিকিৎসার জন্য শম্পার বাবা শরিফুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়। তাহাজত শম্পা জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানায়, ৫ বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে যায় শম্পার বাবার। প্রথমে জামালপুর হাসপাতাল এবং পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরেও ভালো হয়নি শরিফুলের ডান পা। এরপর থেকেই সবসময় বিছানায় থাকতে হয়। সবজি বিক্রি করে সংসারের হাল ধরেন শম্পার মা নেবুজা বেগম। সেই উপার্জনেও যখন সংসার চলে না তখন বাবার ঔষধ কিনতে দেড় বছর আগে ভ্যান চালানো শুরু করে শম্পা।
কয়েকদিন আগে শম্পার পরিবারের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বিষয়টি জেলা প্রশাসককে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ পেয়ে জেলা প্রশাসক শম্পাদের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন। এ বিষয়ে রিপোর্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর শম্পার পরিবারের সকল দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
জামালপুরের জেলা প্রশাসক এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শম্পার পরিবারের সকল দায়িত্ব গ্রহণ করেছেন। শরিফুল ইসলামের চিকিৎসা, ঘর নির্মাণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন এবং তার বাবাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেয়া হয়েছে। জেলা প্রশাসন সবসময় তার পরিবারের খোজ খবর নিবে এবং সহায়তা করবে বলে জানান তিনি।
কালের আলো/এসকে/এমবি