উখিয়ায় বিজিবির অভিযানে দেড় লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার
প্রকাশিতঃ 9:42 pm | December 06, 2020
কালের আলো সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বালুখালী বিওপি’র অভিযানে এক লাখ ৫০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার হয়েছে।
শনিবার(০৫ ডিসেম্বর) বিজিবির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউপি’র থ্যাইংখালী রহমতেরবিল নামক স্থানে অবস্থান করে। পরবর্তীতে চোরাকারবারীরা রহমতেরবিল এলাকা দিয়ে সীমান্ত হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে ঘন কুয়াশার আড়াল নিয়ে পালিয়ে যায়।
এ সময় টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। যার বাজার মূল্য ৪ কোটি ৫০ লক্ষ টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কালের আলো/এসবি/বিএস