বিজয় দিবসের শুভেচ্ছা অধ্যক্ষ ওয়াহাব মাদানীর

প্রকাশিতঃ 10:48 am | December 16, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছেন ময়মনসিংহ সদর কাতলাসেন কাদেরীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মো: আবদুল ওয়াহাব মাদানী।

মঙ্গলবার(১৫ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষ্যে এক বাণীতে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মো: আবদুল ওয়াহাব মাদানী বানীতে বলেন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে আনন্দের ও গৌরবের দিন মহান বিজয় দিবস। যে সব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল এবং যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন তাঁদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাদের জান্নাতের সর্বোচ্চ আসন দান করুন- আমীন।

কালের আলো/এসবি/এমএম