মেয়র আতিকুলের সঙ্গে কচি সূর্য সন্তানদের ‘জয় বাংলা’ স্লোগান! (ভিডিও)
প্রকাশিতঃ 6:26 pm | December 16, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
রাজধানীর কড়াইল বস্তিতে বাস শিশু রানার। নিজের শরীর লেপ্টেছেন কাদামাটিতে। হাতে বাঁশের কঞ্চি দিয়ে বানানো বন্দুক। পিচঢালা সড়কে যুদ্ধের বেশে অবস্থান নিয়েছেন। সঙ্গী আরও পাঁচ কচিকাঁচা। সবার অবস্থা এক-অভিন্ন। ৭১’র রণাঙ্গণ দেখা হয়নি ওদের। কিন্তু মহান বিজয় দিবসের বিজয়ের আনন্দ স্পর্শ করেছে এসব পথশিশুকেও।
আর তাই শিশুবেলায় নিজেদের রক্তে মিশিয়েছেন মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা। বুধবারের (১৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর ২৭ নম্বর বাড়ির সামনে বিজয়ের আনন্দে মাতোয়ারা এসব শিশুদের সঙ্গে এক চিলতে সময় ভাগাভাগি করে বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিনটিকে নিজের ভুবনে যেন অমলিন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম।
একঝাঁক কচিকাঁচার সঙ্গে মেয়র আতিকুল ইসলামের স্মরণীয় এ মুহুর্তটি একেবারেই কাকতালীয়। বিজয় দিবস উপলক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মুজিব কর্নার উদ্বোধন শেষে সিটি করপোরেশনে ফিরছিলেন মেয়র আতিকুল ইসলাম। হঠাৎ তাঁর চোখ আটকে গেলো বনানীর ২৭ নম্বর বাড়ির সামনে প্রতীকী মুক্তিযোদ্ধার বেশে হানাদারদের হটানোর কর্মে মশগুল রানাদের দিকে।
নিমিষেই যেন তাঁর কন্ঠে গুঞ্জরিত হতে শুরু করলো ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল’ গানটি। ছলছল করে উঠলো মেয়রের চোখ। শিশুদের দূয়ারেই নিজেকে যেন সমর্পণ করলেন! হাত মিলিয়ে কুশল বিনিময় করলেন। একজন নগর পিতা ছুটে এসেছেন। পথশিশুরা তাকে স্যালুট করলেন। পাল্টা মাথায় হাত বুলিয়ে দিলেন আতিকুল ইসলাম।
গল্পটি সম্ভবত এখানেই শেষ হতে পারতো। কিন্তু শিশু বান্ধব নগর পিতা এ শিশুদের নিয়েই মহান মুক্তিযুদ্ধের প্রেরণাশক্তি ‘জয় বাংলা’ স্লোগান কন্ঠে ধারণ করলেন। পথশিশু আর নগর সেবকের এমন রসায়ন আশেপাশে ভিড় বাড়ালো। অনেকের সেলফোনে ছবি আর ভিডিও ধারণের প্রতিযোগিতা শুরু হলো। অতি উৎসাহী একজন, ‘মেয়র আতিকুল ইসলামের আগমন’ শিরোনামে স্লোগান ধরলেন।
হাতের ইশারায় আতিকুল ইসলাম সেই স্লোগান থামাতে বললেন। উচ্চারণ করলেন-‘স্লোগান হবে শুধু জয় বাংলা।’ এ স্লোগান নাড়িয়ে দিলো শিশুমন। ওরা যেন খুঁজে পেলো নিজেদের আপন সত্ত্বাকে। ঠিক যেন-বিশ্ব কবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তাহার নেইকো শেষ, বাংলাদেশ আমার বাংলাদেশ।
জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম কালের আলোকে বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মহাকাব্যসম। সেই মহাকাব্যে আছে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ, লক্ষ লক্ষ নারীর সম্ভ্রম হারানো, নির্যাতিতের আর্তচিৎকার, নিরীহ বাঙালির বীরত্বগাঁথা আর শহীদের পরিবারের কান্না।’
কচি সূর্যসন্তানদের সঙ্গে নিজের কাটানো চমৎকার মুহুর্তের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘প্রতি বছর মহান বিজয় দিবস বাঙালি জাতিকে প্রাণ সঞ্চার করে অনন্য এক সজীবতা এনে দেয়। তেমনি এ পথশিশুদের মাঝেও মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা আমার হৃদয়-মনকে গভীরভাবে আন্দোলিত করেছে।’
কালের আলো/এনএল/বিএসকে