টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে মাহমুদুল্লাহ
প্রকাশিতঃ 5:42 pm | August 28, 2018
খেলার মাঠে ডেস্ক, কালের আলো:
বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার ও পঞ্চপান্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের জন্য নিরবেই খেলে যাচ্ছেন তিনি। গত কয়েক ম্যাচ ধরে তিনি বেশ দুর্দান্ত ফর্মে আছেন। আর টি-টোয়েন্টিতে বেশ কয়েক ম্যাচে ব্যাট হাতে বেশ ভালো খেলেছেন তিনি।
ঠিক এসময়েই সু-খবর পেয়েছেন মাহমুদুল্লাহ। আইসিসি টি-টোয়েন্টি প্লেয়ার র্যাকিং এ ২১৩ রেটিং পয়েন্টে সপ্তম স্থান থেকে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। এদিকে ২১০ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছেন থিসারা পেরেরা।
এ তালিকায় ৩৬৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্রেন ম্যাক্সওয়েল। এদিকে ৩১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহাম্মদ নবি। আর ৩১০ রেটিং পয়েন্টে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।