শীতার্তদের উষ্ণতার ছোঁয়া ছেংগারচরের পৌর মেয়র প্রার্থী আনিসের
প্রকাশিতঃ 8:04 pm | January 02, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে চরম বিপাকে পড়েছেন নিম্নবিত্তরা। কেউ আগুন জ্বেলেছে। কেউ পরনের কাপড়ে গুটিয়ে নিয়েছে নিজেকে। কিন্তু এগুলো যে শীত নিবারণে যথেষ্ট নয় মোটেও।
শীতের তীব্রতায় কাঁপতে থাকা এসব নিম্ন আয়ের মানুষের পাশে মানবিক হৃদয় নিয়ে দাঁড়িয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী আনিস আহমেদ। তাঁর বিতরণকৃত শীত বস্ত্রে উষ্ণতার ছোঁয়া পাচ্ছেন হতভাগ্য সাধারণ মানুষ।
শনিবার (২ জানুয়ারী) বিকেলে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ এলাকায় অসহায় ও দুঃস্থ শীতার্তদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন।
এ সময় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, সুলতানাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি করিম সরকার, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সরকার, সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমীন, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, ব্যবসায়ী মো. আরিফ, ছাত্রলীগ নেতা সুজন ভূঁইয়া, সাইফুল সরকার, জুয়েল মীর, নুরুজ্জামান খানসহ এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে আওয়ামী লীগ পরিবারের সন্তান আনিস আহমেদ বলেন, ‘আমি আপনাদের এলাকারই সন্তান। মানবিক হৃদয় নিয়েই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।’
এ সময় তিনি সরকারি ও বেসরকারি সাহায্য সংস্থার পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘গরীব-দুুঃখী, মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে আর্তমানবতার সেবায় আমাদেরকে কাজ করতে হবে। তাহলেই ধনী-গরীবের মধ্যে কিছুটা হলেও বৈষম্য কমে আসবে।’
সূত্র জানায়, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আনিস আহমেদের গোটা পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘ সময় যাবত সম্পৃক্ত। ছাত্রজীবনে তিনি নিজেও রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
তাঁর সহোদর ছোট ভাই রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের (আগের নাম সরকারি কমার্শিয়াল কলেজ) নির্বাচিত ভিপি ও সাবেক মেধাবী ছাত্রলীগ নেতা শহীদ সাঈদ আহমেদ টিপু ফ্রিডম পার্টির কিলারদের হাতে শহীদ হন।
আনিস আহমেদের সন্তান আসিফ আহমেদ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সমর্থনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন। তাঁর অন্যান্য ভাইরাও আওয়ামী রাজনীতির ঘোর দু:সময়ে দলকে সুসংগঠিত করেছেন।
এবারের আসন্ন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি মাঠে সক্রিয় রয়েছেন। তাকে বিবেচনা করা হচ্ছে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইতোমধ্যেই ভোটারদের হৃদয়-মন জয় করতেও সক্ষম হয়েছেন আনিস। তাঁর হাতে নৌকা তুলে দেওয়া হলে তিনি পৌর মেয়র পদটি আওয়ামী লীগকে উপহার দিতে সক্ষম হবেন বলে মনে করেন স্থানীয় জনসাধারণ।
এদিকে কেয়ারগিভারসের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও শহর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আসন্ন পৌর নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী আনিস আহমেদ।
কালের আলো/এমএইচ/এমএ