এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করল র্যাব-৬
প্রকাশিতঃ 11:25 pm | January 02, 2021
কালের আলো সংবাদদাতা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৮টি প্রতিষ্ঠানের কয়েকশ এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করেছে র্যাব-৬।
র্যাব সেবা সপ্তাহ উপলক্ষে (০১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচির মধ্যে শনিবার (২ জানুয়ারি) র্যাব-৬ খুলনাসহ দায়িত্বপূর্ণ এলাকায় খাবার বিতরণ করা হয়।
র্যাব- ৬ এর অধিনায়ক লে: কর্নেল রওশনুল ফিরোজ এবং সকল কোম্পানি কমান্ডাররা উপস্থিত থেকে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করেন।
র্যাব জানায়, খুলনার হাজী আব্দুল মালেক কবরস্থান মাদ্রাসা, আছিয়া খাতুন জামে মাদ্রাসা, আল আমিন মাদ্রাসা, ইব্রাহিমিয়া মাদ্রাসা, সাতক্ষীরার কাশেমপুর মদিনাতুল উলুম এতিমখানা, মাগুরার এতিমখানা, চুয়াডাঙার ধানহাড়ীয়া চুয়াডাঙ্গা এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসা এবং যশোরের জামিয়া কুরআনিয়া বকচর মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ অনুষ্ঠানে সকল পদবীর র্যাব সদস্যরা স্বতস্ফুর্ত অংশগ্রহন করে।
কালের আলো/এসবি/এমএইচএ