প্রথমে স্বাস্থ্যকর্মীদের টিকা দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ : স্বাস্থ্য ডিজি
প্রকাশিতঃ 4:08 pm | January 19, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
করোনাভাইরাসের টিকা প্রথমে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে, তাদের পর্যবেক্ষণ করে এক সপ্তাহ পর থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম।
তিনি বলেছেন, ‘টিকা এলে প্রথমে স্বাস্থ্যকর্মীদের দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এক সপ্তাহ অপেক্ষার পর সব জায়গায় একসঙ্গে শুরু করা- এটাই আমাদের পরিকল্পনা। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি।’
মঙ্গলবার(১৯ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ভারত থেকে উপহার হিসেবে আগামীকাল বুধবার আসা ২০ লাখ ডোজ করোনার টিকায় শুল্ক ও সব ধরনের কর মওকুফ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার এই টিকা দেশে আসার পর দ্রুত বিমানবন্দর থেকে তা ছাড়করণ ও সংরক্ষণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘যেসব প্রক্রিয়া করার দরকার আমাদের পক্ষ থেকে সেগুলো করা হয়েছে। সিএমএসডি ক্লিয়ারিং এজেন্ট দিয়ে এটাকে ছাড়িয়ে আনবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এনবিআরকে লিখেছে, এই ট্যাক্সটা যেন মওকুফ করে। আমাদের পক্ষ থেকেও আমরা লিখেছি। ঔষধ প্রশাসনের ডিজি আমাদের এনওসি দিয়েছেন, যাতে আমরা কাজটা সম্পন্ন করতে পারি।’
দেশে প্রথমবারের মতো আসা করোনার টিকা সংরক্ষণেরও প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আর টিকাদান কর্মসূচি দেশের সব জেলায় একসঙ্গে শুরুর পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আমাদের তিনটি জায়গা আছে। সিএমএসডি, ইপিআই সেন্টার ও তেজগাঁও হেলথ কমপ্লেক্সেও আছে। ক্যাপাসিটি অনুযায়ী যেখানে যতটুকু রাখা যায় আমরা সেভাবেই রাখার পরিকল্পনা করেছি।‘
তবে উপহার হিসেবে পাওয়া করোনার টিকার আনুষ্ঠানিক প্রয়োগ আগে শুরু হবে নাকি ভারতের প্রতিষ্ঠান সেরামের কাছ থেকে চুক্তি অনুযায়ি টিকার প্রথম চালান দেশে আসার পরই একসাথে শুরু হবে সে বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
কালের আলো/এসবি/এমএআরকে