বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যশোরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা
প্রকাশিতঃ 3:01 pm | January 21, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যশোরে দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের উদ্যোগে ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি দিনব্যাপী এ চিকিৎসা সেবার আয়োজন করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শীতকালীন প্রশিক্ষণের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এ চিকিৎসা সেবায় অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাপ্রধান জেনারেল ড.আজিজ আহমেদের নেতৃত্বে করোনাকালীন সময়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বহুমাত্রিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের উচ্ছ্বসিত প্রশংসা কুড়িয়েছে দেশ মাতৃকার অখন্ডতার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সেনা সদস্যরা।

হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি এই মহামারীর সময়ে মানুষের স্বাস্থ্য সেবা প্রদান, দু:স্থদের আহার ও বাসস্থানসহ সার্বিক সহযোগিতা প্রদান, প্রসূতি মায়েদের চিকিৎসা প্রদান এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও একযোগে কাজ করেছে সেনাবাহিনী। এসবের মাধ্যমে বৈশ্বিক পরিমন্ডলেও আরও উজ্জ্বল হয়েছে তাদের ভাবমূর্তি।
করোনার প্রথম ধাপ শেষে শীতকালীন প্রশিক্ষণে মনোনিবেশ করেছেন সেনা সদস্যরা। সেনাপ্রধান নিজের প্রায় প্রতিটি বক্তব্যেই বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।’

কালের আলো/এপি/জিকে