জামালপুরে একসঙ্গে জন্ম তিন শিশু জন্ম
প্রকাশিতঃ 2:35 pm | January 22, 2021

কালের আলো প্রতিবেদক:
জামালপুরে একসঙ্গে তিনটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন জেসমিন আক্তার নামে এক প্রসূতি। রোববার জামালপুর শহরের বেসরকারি সেন্ট্রাল হাসপাতালে শিশু তিনটির জন্ম হয়।
জেসমিন আক্তার মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া গ্রামের মো. জাকিউলের স্ত্রী।
বুধবার(২০ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান সেন্ট্রাল হাসপাতালে ড. গাইনি বিভাগের সার্জন শারমিন আক্তার। তিনি জানান, প্রসব বেদনা নিয়ে গত রোববার সকালে হাসপাতালে ভর্তি হন জেসমিন আক্তার। অবস্থা বিবেচনা করে কিছুক্ষণ পরই তার অপারেশন করা হয়। ওই সময় একসঙ্গে জন্ম নেয় জেসমিনের তিন ছেলে সন্তান।
তিনি আরো জানান, নবজাতকরা সুস্থ আছে। বুধবার সকালে মা-বাবার সঙ্গে তারা বাড়ি ফিরে গেছে।
কালের আলো/এসবি/এমএম