`করোনা যুদ্ধে সেনাবাহিনী-গ্রন্থটি দলিল হয়ে থাকবে’
প্রকাশিতঃ 8:43 pm | January 24, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেছেন, করোনাকালে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে গ্রন্থটি রচিত হয়েছে, তা ভবিষ্যতের একটি দলিল হিসেবে থাকবে। এতে ভবিষ্যত প্রজন্ম এ বই থেকে মানবতার দৃষ্টান্ত সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে।
আরও পড়ুনঃ করোনায় মানবতার উদাহরণ সৃষ্টি করেছে সেনাবাহিনী’
রোববার (২৪ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলার আর্মি গলফ ক্লাবের ক্যাফে-তে আয়োজিত `করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনপ্রিয় নিউজপোর্টাল কালের আলো-তে প্রকাশিত প্রতিবেদন এবং দেশের প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ ও সাংবাদিকদের লেখা প্রবন্ধ নিয়ে `করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী’ শীর্ষক গ্রন্থটি প্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুনঃ `করোনা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শুরু
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, এমপি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন প্রমুখ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে বইটির প্রকাশক নবচিন্তা প্রকাশনের সত্ত্বাধিকারী মো. শামসুল আলম খান ও কালের আলোর অ্যাকটিং এডিটর এম আব্দুল্লাহ আল মামুন খান বক্তব্য দেন।
কালের আলো/এমএ/বিএমএফ