৬২ জেলায় করোনার ভ্যাকসিন পৌঁছেছে : স্বাস্থ্যের ডিজি
প্রকাশিতঃ 8:00 pm | February 01, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কালকের মধ্যে দেশের সব জেলায় করোনাভাইরাসের টিকা পৌঁছে যাবে এবং সারা দেশের স্বাস্থ্যকর্মীদের ছুটি ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ।
আর এখন পর্যন্ত যে ৫৬৭ জন টিকা নিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও বর্তমানে সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।
সোমবার(০১ ফেব্রুয়ারি) ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের বলেন, সারা দেশে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন নির্ধারিত কেন্দ্রে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এ জন্য সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে।
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ইতোমধ্যে ৬২ জেলায় করোনার ভ্যাকসিন পৌঁছে গেছে। আগামীকালের মধ্যে বাকি জেলাগুলোতে পৌঁছে যাবে। যারা করোনার টিকার জন্য রেজিস্ট্রশন করতে পারছেন না তাদের আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা সহযোগিতা করবেন। জেলার জনসংখ্যা অনুযায়ী, করোনার টিকা পাঠানো হয়েছে। এ ছাড়া ঢাকার মধ্যে চার লাখ টিকা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, সাধারণত যেকোনো ভ্যাকসিন নেওয়ার পর জ্বর, ব্যথাসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। এটা খুবই স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া। কেউ বলেছে জ্বর হয়েছে, কেউ বলেছে মাথা ঘুরেছে, কেউ বলেছে বমি বমি ভাব, কেউবা বলেছে ঘুম বেড়েছে। এ রকম সবাই সুস্থ্য হয়েছে। এখন পর্যন্ত ৫৬৭ জনকে টিকা দেওয়া হয়েছে। সেই হিসেবে বলা যায়, এক ভাগের পার্শপ্রতিক্রিয়া দেখা দেয়।
এখন পর্যন্ত টিকা নিতে অনলাইনে ২০ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন বলেও জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে।
কালের আলো/এসআর/এমইচএ