বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

প্রকাশিতঃ 10:11 pm | February 03, 2021

বশেফমুবিপ্রবি সংবাদদাতা, কালের আলোঃ

জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সদস্যরা।

ইউজিসির সদস্য প্রফেসর ড. আবু তাহের এর নেতৃত্বে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) জামালপুরের মেলান্দহে বশেফমুবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসে পরিদর্শনে যান তারা।

এ সময় বশেফমুবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ প্রতিনিধি দলকে স্বাগত জানান। পাশাপাশি করোনাকালে চলমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমসহ সার্বিক বিষয়ে তাদের অবহিত করা হয়।

পরে প্রতিনিধি দলের প্রধান ইউজিসির সদস্য প্রফেসর ড. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় ইউজিসির পরিচালক জনাব মো. ওমর ফারুখ, বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, প্রধান প্রকৌশলী মো. আবদুর রহিম, উপ-রেজিস্ট্রার মো. মহিউদ্দিন মোল্লা, ইউজিসির উপ-পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম, সহকারী পরিচালক জনাব মোয়াজ্জেম হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অ্যাকাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন শেষ ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভূয়সী প্রশংসা করেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মেলান্দহের মালঞ্চে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে।

কালের আলো/বিএম/এসবি