তৃতীয় দিনে টিকা নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন
প্রকাশিতঃ 8:39 pm | February 09, 2021
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশব্যাপী করোনার টিকা কার্যক্রম শুরু হওয়ার তৃতীয় দিন মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) ভ্যাকসিন নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন।
মঙ্গলবার(০৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে ৭৪ হাজার ৫৮৬ জন পুরুষ এবং ২৬ হাজার ৪৯৬ জন নারী।
টিকা গ্রহণকারীদের ঢাকা মহানগরীতে ১২ হাজার ৫১৭ জন, ঢাকা বিভাগে রয়েছেন ২৫ হাজার ২২০ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৮৫৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ হাজার ৫৪৪ জন,রাজশাহী বিভাগে ১৩ হাজার ১১৪ জন,রংপুর বিভাগে ১০ হাজার ২৩৭ জন,খুলনা বিভাগে ১১ হাজার ৩৭২ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ১৮১ জন এবং সিলেট বিভাগে ৮ হাজার ৫৫৯ জন টিকা নিয়েছেন।
অন্যদিকে তৃতীয় দিনে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৯৪ জন।
কালের আলো/ডিএসবি/এনএল