জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যেসব বিষয়ে সেনাপ্রধানের ফলপ্রসু আলোচনা

প্রকাশিতঃ 6:30 am | February 10, 2021

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদ জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসু আলোচনা করেছেন।

আরও পড়ুনঃ আরও বেশি বাংলাদেশী শান্তিরক্ষী মোতায়েনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের আহ্বান সেনাপ্রধানের

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হুমকির মাত্রা বৃদ্ধি পাওয়ায় মিশনটিতে বাংলাদেশী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়ানো এবং সেনা ও পুলিশকে মুলতবি প্রতিদান (সিওই) বাবদ ৪৩ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের বিষয়েও গুরুত্বপূর্ণ কথা হয়েছে।

নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের একটি দায়িত্বশীল সূত্র কালের আলোকে এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানিয়েছে, বাংলাদেশী শান্তিরক্ষীদের কোভিড টিকা প্রদান, সিওই সরঞ্জামগুলোর রিসাইকেলের সময়কাল প্রতি ৭ বছরের পরিবর্তে ৫ বছর করা, বাংলাদেশী শান্তিরক্ষী পরিবহনের জন্য দেশটির জাতীয় পরিবহন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অব্যাহত রাখা, লেবাননে রাসায়নিক ব্লাস্টে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ের কর্মীদের তুরস্কে মেরামতকালেই ক্ষতিপূরণ প্রদান এর বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ড, মিলাদ, ডাই মিলাদ, সিওএস এবং ডিপিকেওতে বাংলাদেশি সামরিক কর্মকর্তাদের সিনিয়র পদ প্রাপ্তি নিশ্চিতকরণের ব্যাপারেও তাদের সঙ্গে আলোচনা করেছেন সেনাপ্রধান।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান গত ৩০ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরের শুরুতেই মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন পরিদর্শনকালেও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদকে গার্ড অব অনার প্রদান করেন।

তিনি যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও মার্কিন সেনাপ্রধান জেমস সি.ম্যাক কনভেলসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পৃথক পৃথক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ-পিয়েরে ল্যাক্রুয়া এবং অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরও অধিক সংখ্যক বাংলাদেশী শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রীয় সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.আজিজ আহমেদের আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

কালের আলো/এমএএএমকে