বিমানবন্দরে সিকদার গ্রুপের এমডি রন হক গ্রেফতার

প্রকাশিতঃ 12:30 pm | February 12, 2021

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাবার মৃত্যুর কারণে রন হক আজ ঢাকায় আসেন। বিমানবন্দরে নামার পরই ডিবির গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।

ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

কালের আলো/বিএস/এমএইচ