আদালতকে খালেদা জিয়া: যত খুশি সাজা দিন

প্রকাশিতঃ 2:14 pm | September 05, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো :
পুরাতন কেন্দ্রী কারাগারে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলার বিচারকাজের অস্থায়ী আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য পেশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আদালতের প্রতি তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, এখানে ন্যায় বিচার হবে না। আপনাদের মন যা চায়, তাই করেন। যতদিন ইচ্ছা সাজা দেন। তিনি বলেন, আমার শরীর ভালো নেই। বারবার আসতে পারবো না। এখানে প্রসিকিউশনের ইচ্ছায় সব হয়।

তিনি বলেন, আমার মেডিকেল রিপোর্ট এখানে আছে। মেডিকেল রিপোর্ট দেখেন। তাতেই বুঝতে পারবেন।

এর আগে বেলা ১২টা ১৩ মিনিটে হুইল চেয়ারে করে জিয়া চ্যারিটেবল দুর্নীতির মামলায় হাজিরা দিতে খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের কেন্দ্রিয় কারাগারের আদালতে আনা হয়। আদালত চলাকালীন পুরো সময়টাই তিনি হুইল চেয়ারে বসে ছিলেন। এ সময় খালেদা জিয়ার পক্ষের কোন আইনজীবি আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতকে ঢাকা জেলা আনিজীবি সমিতির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, আসামীপক্ষের আইনজীবিদের অনুপস্থিতিতে শুনানী শুরু করা সমীচীন হবে না জানালে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান শুনানীর জন্য আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

কালের আলো/বিপ্র/এমএইচএ