‘নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে ভারত কথা বলতে চায় না’
প্রকাশিতঃ 6:24 pm | September 05, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে ভারত কথা বলতে চায় না বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা।
বুধবার (৫ সেপ্টেম্বর) ররাষ্ট্র সচিব এম শহিদুল হকের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে একাধিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়। ভারত এ নিয়ে কথা বলতে চায় না। আমরা এই অবস্থানটি ধরে রাখতে চাই।
তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার প্রশ্নে ভারতের চলমান উদ্যোগগুলোর অনেককিছুই কাছাকাছি সময়ে দৃশ্যমান হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ও হবে এই সময়ে।
তিনি বলেন, এ পর্যন্ত ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পেয়েছে। আগামী দিনে আরও চার থেকে পাঁচ’শ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিড লাইনে যুক্ত হবে।
কালের আলো/জা/এমএইচএ