বিডি ক্লিন ময়মনসিংহের দুই বছর পূর্তিতে স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিতঃ 8:55 pm | September 05, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে পরিচ্ছন্নতার কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ময়মনসিংহের দুই বছর পূর্তিতে স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩ সেপ্টেম্বর) নগরীর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এ স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক সমাবেশের প্রথম পর্বে প্রায় তিনশ স্বেচ্ছাসেবক নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমীন কালাম, জনউদ্যোগ ময়মনসিংহ এর আহ্বায়ক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন, বিডি ক্লিন ময়মনসিংহের সমন্বয়ক অ্যাড. মতিউর রহমান ফয়সাল প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পকলা মিলনায়তনে ‘পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে আমাদের করনীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে প্রশাসন ও কতৃপক্ষের পাশাপাশি সর্বসাধারন নাগরিক ও স্বেচ্ছাসেবি সংগঠনদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে পৌর মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম, অতিরিক্ত ডিআইজি ড. মো: আক্কাস উদ্দিন ভূঁঞা, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাড. আনিসুর রহমান খান, বিদাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, বিডি ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক দ্রাবির সৈকত ও বিডি ক্লিন ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক অ্যাড. মতিউর রহমান ফয়সাল।
আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কালের আলো/এমএইচএ