জাপানে ভূমিকম্পের আঘাত, নিহত ২

প্রকাশিতঃ 10:00 am | September 06, 2018

কালের আলো ডেস্ক:

জাপানের উপকূলে টাইফুনের আঘাতের পর এবার দেশটির হোক্কাইডো দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় দুই জনের নিহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর উত্তরে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৭।

ভূমিকম্পের কারণে ব্যাপক ভূমিধস হয় এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। দু’জনের প্রাণহানি হলেও কয়েডজন মানুষ নিখোঁজ রয়েছে।

একের পর এক প্রাকৃতিক দুর্যোগে অনেকটাই বিপর্যস্ত উত্তর প্রশান্ত মহাসাগরের এ দেশটি।

কালের আলো/বি/এমএইচ