আ.লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হাস্যকর

প্রকাশিতঃ 3:53 pm | September 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দলকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের আহ্বান হাস্যকর ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবাদুল কাদের।  তিনি বলেন, দেশে এখন জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক মেরুকরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপিকে বাদ দিয়ে যদি জাতীয় ঐক্যে আওয়ামী লীগকে ডাকা হলে আসবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ঐক্যে বিশ্বাসী।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

কালের আলো/রানি/এমএইচ