দেশে সাক্ষরতার হার ৭২.৯ শতাংশ: গণশিক্ষামন্ত্রী
প্রকাশিতঃ 5:50 pm | September 06, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
দেশে সাক্ষরতার হার বেড়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, দেশে এখন সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ, গত বছর এ হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ।
বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাক্ষরতা নিয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা বার জন্য বাধ্যতামূলক ও বিনামূল্যে করার কথা ভাবছে সরকার। বিষয়টি বিবেচনার জন্য বিষয়টি মন্ত্রিসভায় তুলে ধরা হয়েছে।
পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কতদিন চলবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মোস্তাফিজুর রহমান বলেন, যতদিন সরকার এই সিদ্ধান্ত বহাল রাখবে, ততদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে। এছাড়া প্রাথমিক শিক্ষা ৮ম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এটির বাস্তবায়ন হবে।
আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কালের আলো/কা/এমএইচ