অর্থমন্ত্রী ভুল করেছেন: সিইসি
প্রকাশিতঃ 8:04 pm | September 06, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো:
নির্বাচনের তারিখ ঘোষণা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভুল করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল র্যাডিসনে দুই দিনব্যাপী এফইএমবিওএসএ-ফেমবোসা সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, অর্থমন্ত্রী নির্বাচনের তারিখ ঘোষণা করে ভুল করেছেন। আমরা তাকে বলিনি। তার এভাবে বলা উচিত হয়নি।
তিনি বলেন, আমরা তার সঙ্গে যোগাযোগ করিনি। মিডিয়ার সামনে বললাম, অর্থমন্ত্রী ভুল করেছেন। এটা তার কাজ নয়। এভাবে বলা তার ঠিক হয়নি।
আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
এর আগে সচিবালয়ে নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে এবং ২৭ ডিসেম্বর সম্ভাব্য নির্বাচনের কথা জানান।
কালের আলো/এমএইচ