যুক্তরাষ্ট্রের ব্যাংকে গোলাগুলি, নিহত ৪

প্রকাশিতঃ 9:19 am | September 07, 2018

কালের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে একটি ব্যাংকে বন্দুকধারীর গোলাগুলির ঘটনায় বন্দুকধারী সহ ৪ জন নিহত হওয়া খবর পাওয়া গেছে। এতে অত্যন্ত ৫ আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) সকালে সিনসিনাটি শহরের উপকণ্ঠে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এক ইমার্জেন্সি কল পায় এবং খবর পেয়ে বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলের উদ্দেশে বেরিয়ে পড়ে।

পুলিশ বিভাগ জানায়, ব্যস্ততম জায়গা হিসেবে চিহ্নিত শহরের ফাউন্টেন স্কয়ারে অবস্থিত ‘ফিফথ থার্ড ব্যাংক’-এ গোলাগুলির ঘটনায় একজন সক্রিয় কর্মকর্তা জড়িত। এতে তিন বেসামরিক লোক নিহত হয়। পরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে বন্ধুকধারীও নিহত হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে এ ঘটনার তদন্তে নেমে পড়েছেন।

সিনসিনাটি পুলিশ প্রধান ইলিয়ট আইজ্যাক সাংবাদিকদের বলেন, ব্যাংকের লবিতে প্রবেশ করার আগে শ্যুটার ব্যাংকের লোডিং ডকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ছোটাছুটি শুরু করে। এতে গুলি লেগে তিন জন সাধারণ মানুষের মৃত্যু হয় এবং আরও ৫ জন মারাত্মক আহত হন।

আইজাক আরও বলেন, ‘আমাদের অফিসার ও বন্দুকধারীর মধ্যে গোলাগুলির একপর্যায়ে সে নিহত হয়’। পরে ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এবং ভিড় হটিয়ে দেয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয় বলেও জানান তিনি।

তবে তাৎক্ষণিকভাবে নিহত বন্দুকধারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

কালের আলো/বিজা/এমএইচ