সিনিয়ররা শিখিয়েছেন তেল তেলে চাটুকারিতার ভাষণ

প্রকাশিতঃ 3:32 pm | September 07, 2018

পীর হাবিবুর রহমান:
প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেন নিজের বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে, সেখানে সিনিয়ররা শিখিয়েছেন তেল তেলে চাটুকারিতার ভাষণ,এখন অনুজরাও পাল্লা দিয়ে শুরু করেছে পেশাদারিত্বের ইজ্জত হরন! যারা সাংবাদিকতা শেখান, প্রশিক্ষণ দেন তারা আরো বেশি এগিয়ে তেলবাজিতে!!

বাবা এটাতো মত বিনিময় সভা নয়! দলীয় সভা নয়! এটা সংবাদ সম্মেলন! নির্মোহ প্রশ্ন এখানে করতে হবে, জবাবে নিউজ বের করে অানতে হবে! অাপনার বক্তব্য তেলের নহর বইয়ে দিতে কলাম লিখুন, টকশোতে বলুন, সংবাদ সম্মেলনে রিপোর্টারদের সূযোগ কেড়ে নিয়ে, তাদের বিভ্রান্ত করে এই মতলববাজী কেনো?

লেখক: নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন (ফেসবুক স্ট্যাটাস থেকে)