পুরো দল শতভাগ ফিট : নান্নু
প্রকাশিতঃ 5:31 pm | September 07, 2018
খেলার মাঠে প্রতিবেদক, কালের আলো:
এশিয়া কাপের আগে বড় ধরনের দু:সংবাদ ই পেয়েছে বাংলাদেশ। সাকিবের বেপারে অনিশ্চিয়তা, তামিমের চোট, শান্ত’র ইনজুরি সব মিলিয়ে বাংলাদেশ শিবিরে বিপর্যস্ত অবস্থা।
তবে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন পুরো দল ফিট আছে। তার মতে, ‘ইনজুরি না এটা, ফিজিও বলছে সব ঠিক আছে। আমরা একজন ব্যাক আপ প্লেয়ার দিয়ে রাখলাম, এই যা। ইন কেইস শান্তর হাতের ব্যথা রিকভারি করার পর যদি আবার ব্যথা বাড়ে সেই চিন্তা থেকে মুমিনুলকে নেয়া। যাতে সামনে কোনো সমস্যা হলে আমাদের ব্যাকআপ থাকে।’
মুমিনুলকে শেষ মুহূর্তে ডেকে পাঠানো হলো কেন, সেটা নিয়েও আছে প্রশ্ন। মিনহাজুল সেটিরও ব্যাখ্যা দিলেন, ‘মুমিনুলকে নেয়া হয়েছে কারণ শান্তর আঙ্গুলে একটু ব্যথা আছে। ওর পাঁচ দিনের মতো সময় লাগতে পারে, সম্পূর্ণ ফিট হতে। আর তামিম ইকবালের পুরনো ব্যথা আছে, সেটাও আঙ্গুলের। ফিজিও থেকে পাওয়া রিপোর্টে কোনো সমস্যা নেই। টুর্নামেন্ট চলাকালীন সময়ে যদি কোনো সমস্যা হয়, খেলা শুরু হওয়ার আগে যদি কোনো সমস্যা হয়… তাহলে ব্যাকআপ হিসেবে বাড়তি প্লেয়ার লাগতে পারে। সেই হিসেবে মুমিনুলকে নেয়া।’
মিনহাজুল তাই চোট নিয়ে খুব একটা ভাবছেন না, ‘ফিজিও, ট্রেইনারের যেই রিপোর্ট আছে আমাদের কাছে, সেই হিসেবে পুরো দল শতভাগ ফিট আছে এবং সবাই আত্মবিশ্বাসী। একটা বড় টুর্নামেন্ট, এশিয়া কাপ খেলতে যাচ্ছে দল। আমরা যদি প্রথম ম্যাচটা ভালমতো জিততে পারি তাহলে অনেক দূর যাবো।’
কালের আলো/সাবা/এমএইচ