বিশ্বব্যাপী করোনার মৃত্যু ২৬ লাখ ছুই ছুই
প্রকাশিতঃ 9:28 am | March 06, 2021
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
হয়েছে। আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৬৬ লাখের বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে আক্রান্ত ৯ কোটি ২২ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।
গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ৫১ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৬৫৫ জনের।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার(০৬ মার্চ) সকাল পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ২৫ লাখ ৯২ হাজার ৪৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১১ কোটি ৬৬ লাখ ৬৮ হাজার ৩৮৩ জন মানুষ।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ২২ লাখ ৮০ হাজার ৬৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এ মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার ৭০৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৩৫ হাজার ৫৬৩ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১১ লাখ ৯১ হাজার ৮৬৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৭১ হাজার ৮৪৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৬২ হাজার ৯৪৮ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।
কালের আলো/এনএল/এমএইচএ